বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
বশির আহম্মদ, বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় র্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে ৩ কেজি ৭০০ গ্রাম আফিমসহ য়ইচিংনু মারমা (৫৬) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে।
বান্দরবান-রোয়াংছড়ি সড়কের রামজাদী এলাকায় থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, রোয়াংছড়ি থেকে এক নারী আফিম নিয়ে বান্দরবানের দিকে যাচ্ছেন, এমন সংবাদ পায় আইন-শৃঙ্খলা বাহিনী। পরে চট্টগ্রাম র্যাব-৭ এর মেজর মেহেদী হাসান ও সেনাবাহিনী-২৬ বীর ক্যাপ্টেন শিহান মনিরের নেতৃত্বে একটি আভিযানিক দল বান্দরবানগামী একটি লোকাল বাসে অভিযান চালিয়ে ওই নারীকে (য়ইচিংনু) আটক করে। জব্দকৃত আফিমের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৭০ লাখ টাকা।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, আটক ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।