বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন

বান্দরবানে পল্লী চিকিৎসককে অপহরণের পর হত্যা

বশির আহম্মদ, বান্দরবান প্রতিনিধি:: কুহালং ইউনিয়নের ক্যামলং পাড়ার এক পল্লী চিকিৎসককে অপহরণের পর গুলি করে হত্যা করেছে পাহাড়ী সন্ত্রাসীরা। নিহত পল্লী চিকিৎসকের নাম অংকথোয়াই (উগ্য) মারমা (৫০)। তিনি মৃত বইতামং মারমার ছেলে।

সোমবার (১৯ জুলাই) সকাল সাড়ে নয়টার সময় বাকীছড়ার কামাল মেম্বারের ব্রিক ফিল্ড এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, রোববার রাতে পল্লী চিকিৎসক ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য অংকথোয়াই (উগ্য) মারমাকে রাতে সবুজ পোশাকধারী ৪/৫ জন অস্ত্রধারী পাহাড়ী সন্ত্রাসীরা বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে সোমবার সকালে বাকীছড়ার কামাল মেম্বারের পরিত্যক্ত ব্রিক ফিল্ড এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ড সম্পর্কে এখনো বিস্তারিত বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com