editor1
- ১৪ জুন, ২০২৩ / ৩৯৭ জন দেখেছেন
বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি:: বেআইনি ধর্মঘট নিষিদ্ধ ও শাস্তির বিধান রেখে সংসদে উত্থাপিত বিল প্রত্যাহারের দাবিতে বান্দরবানে পরিবহন শ্রমিকরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
মঙ্গলবার সকালে বান্দরবানের শৈলসভা সড়ক পরিবহন ইউনিয়নের সদস্যরা জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির কাছে এই স্মারকলিপি প্রদান করেন।
এ সময় শৈল শোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক অমল কান্তি দাশ, দফতর সম্পাদক মো: সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: আলমগীরসহ অন্য পরিবহন শ্রমিকরা উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত আইনে বেআইনি ধর্মঘটের জন্য ছয় মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা এবং ধর্মঘট নিষিদ্ধের বিধান রাখা হয়েছে। গত ৬ এপ্রিল অত্যাবশ্যক পরিসেবা বিল ২০২৩ জাতীয় সংসদে উত্থাপন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিন্ত্রী মুন্নুজান সুফিয়ান।
পরিবহন শ্রমিক নেতারা বলেন, এ ধরনের আইন পাস হলে শ্রমিকদের অধিকার ক্ষুন্ন হবে। অবিলম্বে বিলটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।
Like this:
Like Loading...
Related