বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন

বান্দরবানে জাতীয় যুব দিবসে আলোচনা সভা ও ঋণ বিতরণ

বান্দরবান প্রতিনিধি:: জাতীয় যুব দিবস উপলক্ষে বান্দরবান যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে আলোচনা সভা ও আত্মকর্মসংস্থানের জন্য ঋণ বিতরণ করা হয়।

এ উপলক্ষে সোমবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার হোসেন।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও যুব উন্নয়ন বিষয়ক আহ্বায়ক কমিটির প্রধান ক্যানে ওয়ান চাক এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার ও বান্দরবান যুব প্রশিক্ষণ কেন্দ্রের উপসমন্বয়ক ইকবার কাউসার। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক দেওয়ান মো. আবুজর।

প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার হোসেন বলেন, যুব সমাজই দেশের অন্যতম চালিকা শক্তি। বর্তমানে দেশের জনসংখ্যার এক তৃতীয়াংশ যুব সমাজ। তাই যুবরা যদি সঠিকভাবে দেশের উন্নয়নে কাজ করে, অবদান রাখে- তাহলেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের উপপরিচালক সাইফুদ্দিন মো. হাসান আলী। বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান বলেন, চাকরির দিকে চেয়ে না থেকে প্রশিক্ষণ নিয়ে আত্ম কর্মসংস্থান করা গেলে এতে সফলতা আসে বেশে। কেবল নিজেরই কর্মের ব্যবস্থা হয় না, অনেককে চাকরি দেয়ার সুযোগ হয়।

অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার বলেন, সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হলে যুব শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। বর্তমান সরকার যুব সমাজকে কর্মমুখী করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের ফলে বাংলাদেশ কাঙ্খিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে।

ইকবাল কাউসার বলেন, সফলতার জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। যুব প্রশিক্ষণ কেন্দ্র দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে আসছে। এর সুফলও পাওয়া যাচ্ছে। যুব প্রশিক্ষণ কেন্দ্র হতে প্রশিক্ষণ নিয়ে ইতিমধ্যে অনেকেই আত্মকর্মসংস্থানের পাশাপাশি স্বাবলম্বী হয়ে উঠেছে। যুব উন্নয়ন অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের উপপরিচালক সাইফুদ্দিন মো. হাসান আলী জানান, জাতীয় যুব দিবস ২০২১ এ সারাদেশে ২৮ জনকে বিভিন্ন ট্রেডে সফলতার জন্য পুরস্কৃত করা হয়। এরমধ্যে বান্দরবান যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র হতে প্রশিক্ষণ নিয়ে জেলার আলীকদমে কৃষি ক্ষেত্রে সফলতার জন্য অংশৈথোয়াই মারমা এ বছর দ্বিতীয় স্থান অর্জন করেছে। এটা বান্দরবানবাসীর জন্য অত্যন্ত গৌরবের।

অনুষ্ঠানে যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন ট্রেডে সফলতা অর্জনকারী মনসুর আলম, তাজ উদ্দিন, উসাইনু মারমা ও ম্রাচিং নু মারমা তাঁদের সফলতার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র হতে প্রশিক্ষণ নেয়া ৫জনকে ৩ লাখ ২০ হাজার টাক ঋণের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা, সাংবাদিক ও যুব প্রশিক্ষণ কেন্দ্রের বর্তমান ও সাবেক প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com