মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০২:০৭ অপরাহ্ন

বান্দরবানে অস্ত্রের মুখে দুই যুবককে অপহরণের অভিযোগ

বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানে অস্ত্রের মুখে দুই যুবককে অপহরণের অভিযোগ উঠেছে।

শুক্রবার (১০ জুন) বিকেলে বান্দরবান সদর থানার রাজভিলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তঞ্চগ্যা পাড়ায় এ ঘটনা ঘটে।

ওই দুই যুবক হলেন- তঞ্চগ্যা পাড়ার বীরমোহন তঞ্চগ্যার ছেলে কৌকা তঞ্চগ্যা (৩৫) ও মৃত সুরামেরেয়া চাকমার ছেলে দোকানি জীবন চাকমা সুমন (৪০)।

স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে মাহিন্দ্রা গাড়িতে করে চারজন সশস্ত্র সন্ত্রাসী জীবন চাকমার দোকানে আসে। তারা এসে প্রথমে মারধর করেন ও পরে কৌকা ও জীবনকে গাড়িতে তুলে নিয়ে যান।
রাজভিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য অং প্রু বলেন, অস্ত্রের মুখে একটি পাহাড়ি সন্ত্রাসী দল দুজনকে অপহরণ করে নিয়ে গেছে বলে পাড়াবাসীরা আমাকে জানিয়েছেন।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রাজভিলায় দুজনকে অপহরণের খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com