মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:২০ অপরাহ্ন

বান্দরবানে অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ

বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানে গরীব ও অসহায় ১২টি পরিবারকে ঘর নির্মাণ করার জন্য টেউটিন প্রদান করেছে রোটারি ক্লাব অব বান্দরবান।

সোমবার (১৪ মার্চ) সকাল ১১টায় বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে রোটারি ক্লাব অব বান্দরবান এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সুবিধা বঞ্চিত ১২টি পরিবারের হাতে এই টেউটিন প্রদান করেন।

এসময় অনুষ্ঠানে রোটারি ক্লাবের গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী, রোটারী ক্লাব অব বান্দরবানের প্রেসিডেন্ট মো. মহিউদ্দিন, রোটারী ক্লাব অব বান্দরবানের সেক্রেটারী তরুণ কান্তি দাশ, রোটারিয়ান আনিসুর রহমান সুজন, রোটারিয়ান মোঃ খলিলুর রহমান সোহাগ, রোটারিয়ান মোঃ ফারুখ আহম্মেদ চৌধুরী, রোটারিয়ান সুজন চৌধুরী সনজয়সহ রোটারী ক্লাব অব বান্দরবানের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রোটারি ক্লাবের গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী বলেন, গরীব ও অসহায়দের পাশে থেকে রোটারী ক্লাব অব বান্দরবান যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। আর্তমানবতার সেবায় ইতিপূর্বে এই রোটারী ক্লাব অব বান্দরবান অনেক কাজ করে সাফল্যমন্ডিত করেছে এবং আগামীতে এই ধরণের কল্যাণমুলক কাজ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে। এসময় তিনি সবাইকে যার যার সামর্থ্য অনুযায়ী গরীব ও অসহায়দের পাশে থাকার আহবান জানান। অনুষ্ঠানে গরীব ও অসহায় ১২টি পরিবারকে ঘর নির্মাণ করার জন্য প্রতি পরিবারকে ৩ বান্ডিল করে টেউটিন প্রদান করে আয়োজকেরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com