মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন

বান্দরবানে অনুদানের চেক বিতরণ

বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী সদস্য’র পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে দেশের জনসাধারণ সর্বোচ্চ সুযোগ সুবিধা পাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্যা ও বর্তমান সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শি নেতৃত্বের কারণে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতার সুযোগ পাচ্ছে দেশের মানুষ।

এসময় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং আরো বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে দেশের মানুষ কষ্টে নেই আর আজকের এই দিনে আমরা সফল এই কারণে যে, বিভিন্ন সরকারী চাকুরীরত অবস্থায় যারা বান্দরবানে মৃত্যুবরণ করেছে তাদের পরিবারের হাতে আমরা আর্থিক অনুদানের চেক তুলে দিতে পারছি। অনুষ্ঠানে বান্দরবানে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী ৩৯জন সদস্য’র পরিবারের হাতে মোট ২ কোটি ৯৮ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ছাদেক, অতিরিক্ত জেলা প্রশাসক মো.সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিনসহ বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com