বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন
বান্দরবান প্রতিনিধিঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিশৃঙ্খলা ঠেকাতে লামা ও নাইক্ষ্যংছড়ির চার বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে বান্দরবান জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (২৬ অক্টোবর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও মনোনয়ন প্রত্যাহার না করায় দল এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান নেতারা।
বহিষ্কার হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন লামা উপজেলার সদর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আকতার কামাল, ফাঁসিয়াখালী ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী মো. ওমর ফারুক, অন্যদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিদ্রোহী প্রার্থী মো. জাহাঙ্গীর আলম বাহাদুর ও দোছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ হাবিবুল্লাহ।
বান্দরবান জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লক্ষীপদ দাস বলেন, দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গ করে যারা মনোনীত প্রার্থীর বাইরে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাঠ পর্যায়ের এই নির্বাচনকে কেন্দ্র করে দলে বিশৃঙ্খলা ঠেকাতে উদ্যোগ নেওয়া হয়েছে।