বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
বশির আহম্মদ, বান্দরবান প্রতিনিধি:: বান্দরবান জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও বান্দরবান পৌরসভার সাবেক কাউন্সিলর মো. হাবিবুর রহমান খোকনের (৫২) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বান্দরবান সদরের ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
পরে বান্দরবান গোরস্থান মসজিদের কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। হাবিবুর রহমানের জানাজায় ও দাফনে অংশ নেন কয়েক শতাধিক মুসল্লি। জানাজায় নামাজের ইমামতি করেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী।
জানাজায় বক্তব্য রেখে দোয়া কামনা করেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবী, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গণি, সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা, পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি কাজী মো. মজিবর রহমানসহ বিভিন্ন রাজনৌতিক দলের নেতারা ও পরিবারের সদস্যরা।
পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েকমাস ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৫ জুন) দুপুরের দিকে তার মৃত্যু হয়। পরে তার মরদেহ বান্দরবানে এসে পৌঁছায় দিনগত রাত ১২টার দিকে।
হাবিবুর রহমান বান্দরবান পৌরভার ৮ নম্বর ওয়ার্ডের তিনবারের নিবার্চিত পৌরসভার কাউন্সিলরের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বান্দরবান জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সংগঠনের গুরত্বর্পূণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।