শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১১:১২ অপরাহ্ন

বান্দরবানের দুর্গম এলাকা থেকে ২৪ জন উদ্ধার, নিহত ১

বান্দরবান প্রতিনিধি, একুশের কণ্ঠ অনলাইন:: বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম দোছড়ি এলাকা থেকে ২৫ জনের একটি আটকে পড়া পর্যটক দলকে উদ্ধার করেছে সেনাবাহিনী। এদের মধ্যে মোহাম্মদ রাফি নামের এক পর্যটক ঝর্ণার পাথর থেকে পড়ে মারা গেছেন।

জানা গেছে, খবর পেয়ে রোবাবার ভোরে আলীকদম সেনাবাহিনীর জোন থেকে একটি দল সেখানে গেছে। এর আগে শনিবার রাতে স্থানীয় একটি উদ্ধারকারী দল সেখানে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৫ জনের ওই দলটির মধ্যে ২১ জন ঢাকার পর্যটক ও চারজন স্থানীয় গাইড ছিল। পাঁচ দিন আগে তারা ঢাকা থেকে ভ্রমণ শুরু করেন। তারা ১০ তারিখ আলীকদমে যান। পরে ১১ তারিখ আলীকদম উপজেলার দুর্গম দোছড়ি এলাকার সাইংপ্রা ঝর্ণা দেখতে যান। সেখানেই আটকে পড়েন তারা। এ অবস্থায় সেখানে অবস্থানকালে ঝর্ণার নিচে পাথর থেকে পড়ে শনিবার মারা যান মোহাম্মদ রাফি নামের এক পর্যটক। তার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়ায়।

পরে স্থানীয়দের মাধ্যমে এ খবর আলীকদম প্রশাসনকে জানানো হলে সেনাবাহিনী ও স্থানীয়দের উদ্ধারকারী দল সেখানে গেছে। তাদেরকে উদ্ধার করে আলীকদম সদরে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

বান্দরবান পুলিশ সুপার মোহাম্মদ সৈকত শাহীন জানিয়েছেন, পর্যটকটের মধ্যে একজন মারা গেছেন এবং অন্যরা সবাই নিরাপদে আছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com