মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

‘বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধু ততদিন স্মরণীয় হয়ে থাকবেন’-মনোরঞ্জন শীল

কাহারোল (দিনাজপুর) সংবাদাতা::

বঙ্গবন্ধু জন্ম নিয়ে বাংলাদেশের ইতিহাস তৈরিতে ভূমিকা রেখে গিয়েছেন। যা বলার প্রয়োজন পড়েনা, সকলের সেটা জানা রয়েছে। বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধু ততদিন স্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে “অপ্রতিরোধ্য অগ্রযাত্রা বাংলাদেশ” শীর্ষক অনুষ্ঠানমালা অংশ হিসেবে শনিবার কাহারোল উপজেলা পরিষদ চত্বরে “বঙ্গবন্ধু উন্নয়ন দশন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।

এর আগে কাহারোল উপজেলার সকল শ্রেনি পেশার মানুষের অংশগ্রহনে আনন্দ শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অপরদিকে, বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে “বঙ্গবন্ধু উন্নয়ন দশন” শীর্ষক আলোচনা সভায় এমপি গোপাল বলেন ১০ই জানুয়ারি বাংলাদেশের ইতিহাসের জন্য ছিল একটি ইউটার্ন। ১০ই জানুয়ারি মানে হচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় তার ঘোষিত পথে অবতরণের একটি দিন। জাতির জনক বঙ্গবন্ধু তাঁর পরিকল্পিত লক্ষ্যে পৌঁছানোর জন্য সারাজীবন লড়াই, সংগ্রাম করেছেন।

তিনি বলেন, এদেশের মালিক জনগণ, সেটা সংবিধানে লিখে গিয়েছেন বঙ্গবন্ধু। সেই বিষয়টি সকলকেই মনে রাখতে হবে। সেই ক্ষমতাকে আমাদের রক্ষা করতে হবে। আজকে বঙ্গবন্ধুর শ্রদ্ধা করার বড় উপায় হচ্ছে তার কথা মেনে চলা।

অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ খয়রুল ইসলাম, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিন, উপজেলা আওয়ামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে বীরগঞ্জ উপজেলার সকল শ্রেনি পেশার অংশগ্রহনে মনোরঞ্জন শীল গোপাল এমপি নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com