সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

বখাটের ধারালো অস্ত্রের কোপে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহত

ঠাকুরগাঁও থেকে॥

বখাটের ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভি ঠাকুরগাঁও প্রতিনিধি লুৎফর রহমান মিঠু। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছে তার বন্ধু সাদেকুল ইসলাম সাদিক।

রোববার (১৮ আগস্ট) দুপুরে শহরের বাজার পাড়া এলাকায় তার নিজ বাড়িতে প্রবেশ করার সময় রাস্তার উপরেই অতর্কিত হামলা চালায় বাপ্পি নামের এক বখাটে। এ ঘটনায় বখাটে আবু সাঈদ বাপ্পিকে আটক করেছে পুলিশ। আটককৃত বখাটে বাপ্পি ঐ এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।

আহত লুৎফর রহমান মিঠু জানায়, দুপুরে বাড়িতে প্রবেশ করার সময় গেটের পাশেই অস্ত্র নিয়ে দাঁড়িয়ে ছিল বাপ্পি। কোন কিছু বুঝে ওঠার আগেই ধারালো চাপাতি দিয়ে মাথায় কোপায়। পরে আমার সাথে থাকা বন্ধু সাদিক বাঁধা দিলে তাকেও যখম করে। পরে চিৎকার করলে আশপাশের লোকজন উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করায়।

ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে সেই বখাটেকে আটক করেছে। সেই সাথে এমন ঘটনা কি জন্য ঘটলো তা তদন্ত করে দেখা হবে।

এদিকে এ ঘটনায় ঠাকুরগাঁওয়ে সকল সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেই সাথে এই বখাটের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com