বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
মো. সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৭ জুন) সকাল সাত টায় ফরিদপুর শহরের চাঁদ মারিতে জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ফরিদপুর জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা তবিবুর রহমান এর ইমামতিত্বে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর- ৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ, ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, জেলা ও দায়রা জজ মোঃ আকবর আলী শেখ, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ মোর্শেদ আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ প্রমুখ।
এ সময় বিভিন্ন শ্রেণি পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা উক্ত ঈদের জামাতে অংশগ্রহণ করেন। তারা দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন। পরে একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা কুশল বিনিময় ও কোলাকুলি করেন।