শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

ফরিদপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে সভা অনুষ্ঠিত

মো. সামাদ খান, ফরিদপুর প্রতিনিধি ॥
ফরিদপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১২:৩০ মিনিটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে ফরিদপুর জেলা টাস্কফোর্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির যৌথ উদ্যোগে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার ও সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সিদ্দিক আলী, ভোক্তা অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল শেখ, ফরিদপুর চেম্বার অব কমার্সের সভাপতি নজরুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক মোঃ শাজাহান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভায় চলমান ঊর্ধ্বমুখী নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যসহ অন্যান্য বাজার নিয়ন্ত্রণে কঠোর ভাবে কাজ করার গুরুত্ব আরোপ হয়। একই সাথে ব্যবসায়ীরা যাতে সিন্ডিকেট করে বাজার পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com