সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন
মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥
গত ১২ ফেব্রুয়ারী (বুধবার) রাত আনুমানিক পোনে ১১টার সময় বোচাগঞ্জ থানার এস আই সুকুমার সঙ্গীয় ফোর্স সহ সেতাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আইয়ুব আলীকে তার রেল কলনেী পাড়ার বাসা থেকে তুলে নেওয়ার ৬দিন পেরিয়ে গেলেও তার কোন সন্ধান মেলেনি।
এ বিষয়ে আইয়ুব আলীর স্ত্রী সাবেক কমিশনার মোছাঃ আনোয়ারা আইয়ুব দিনাজপুর জেলার সকল প্রশাসনিক দপ্তরে খোঁজ নিয়ে স্বামী আইয়ুব আলীর কোন সন্ধান না পেয়ে দিনাজপুর সাংবাদিক ইউনিয়নে স্বামীর সন্ধান পাওয়ার আসায় সাংবাদিক সম্মেলন করেছে। যা দেশের বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশ হয়েছে।
এ বিষয়ে বোচাগঞ্জ থানার ওসি আইয়ুব আলীর সাথে কথা হলে তিনি বলেন, আইয়ুব আলী মাঝে মধ্যে ইন্ডিয়া যাওয়া আসা করত হয়তো সে ইন্ডিয়া চলে গেছে এছাড়াও তার এবং তার ছেলেদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে আমার থানা পুলিশ তাকে গ্রেফতার করেনি অন্য কোন সংস্থাও তাকে তুলে নিতে পারে। এদিকে স্বামীর সন্ধান পেতে উর্দ্ধতন পুলিশ প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছে তার স্ত্রী সাবেক কমিশনার মোছাঃ আনোয়ারা আইয়ুব।