সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন

পুনাকের পক্ষ থেকে গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি:: বান্দরবান জেলার জনসাধারণের সার্বিক নিরাপত্তার দায়িত্বে জেলা পুলিশ সর্বদা নিয়োজিত আছে। মাদকদ্রব্য, চোরাচালান, অবৈধ অস্ত্র এবং সন্ত্রাস নির্মূলে জেলা পুলিশ বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে আসছে। জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মসূচি আমরা পালন করে থাকি। জনসাধারণের সার্বিক নিরাপত্তা প্রদানে বান্দরবান জেলা পুলিশ বদ্ধপরিকর।

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) বান্দরবান পার্বত্য জেলা কর্তৃক আয়োজিত গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটা বলেন বান্দরবান জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেল ৪ টায় বান্দরবান সদর থানা প্রাঙ্গনে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পার্বত্য বান্দরবান পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভাপতি সোহানা তারিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল এসপি (প্রশাসন ও অর্থ) মোঃ জাহাঙ্গীর, এডিশনাল এসপি(সদর সার্কেল)মোঃ শাহ আলম এবং সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সালাউদ্দীন, বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ(ওসি)এস এম শহীদুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানে পুনাক সভাপতি সোহানা তারিক নিজ হাতে গরীব ও দুস্থদের মাঝে ১০০ টি শীতবস্ত্র বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com