বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঝেঞ্জিচালা এলাকায় পুকুরের পানিতে ডুবে দুইভাইয়ের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও একজন। তাকে আশঙ্কাজনক অবস্থায় মৌচাক পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১২ আগষ্ট) দুপুরে বাড়ির পাশে ৪ বন্ধু গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল হাকিম (১৪) ও মোস্তাকিন হোসেন (১০) উপজেলার ঝেঞ্জিচালা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার সারোয়ার আলম জানান, চাঁদপুরের মতলব থানার মৈইশমারী গ্রাম থেকে আনোয়ার হোসেন ও স্ত্রী সন্তানসহ কিছু দিন জমি ক্রয় করে বাড়ী করতে এই এলাকায় বসবাস শুরু করে। নিহত দুইভাই স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশুনা করতো।দুপুরে ৪ বন্ধু মিলে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে গভীর পানিতে তিন বন্ধু ডুবে যায়। অপরজন বাড়ীতে এসে খবর দিলে স্থানীয়রা গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে। অন্যজনকে হাসপাতালে পাঠায়।