বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

পাহাড়ে কোনো সন্ত্রাসী কর্মকান্ড হতে দেবো না: বীর বাহাদুর

বান্দরবান প্রতিনিধি:: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রাম হলো শান্তিময় অঞ্চল। এই পার্বত্য বান্দরবান সম্প্রীতির বান্দরবান হিসেবে পরিচিত। এখানে সন্ত্রাস বা সন্ত্রাসী কর্মকান্ডের কোনো স্থান নেই। যেকোনো সন্ত্রাসী কর্মকান্ডকে শক্ত হাতে মোকাবেলা করতে সরকার বদ্ধ পরিকর।

তিনি বলেন, নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন যেকোনো সন্ত্রাস ও সন্ত্রাসীদের কর্মকান্ডকে ছাড় দেবে না। তবে এ জন্য জনগণের সহযোগিতা প্রয়োজন। জনগণ সহযোগিতা করলে বান্দরবান শান্ত থাকবে, তাহলে এখানকার কাঙ্খিত উন্নয়ন ত্বরান্বিত হবে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়িতে উপজেলার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য চট্টগ্রাম বিদ্যুতায় প্রকল্পের বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন। এছাড়া বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. শফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের পরিচালক উজ্জ্বল বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শেখ সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস, বান্দরবান এলজিইডির নির্বাহী প্রকৌশলী নাজমুস সাদাত জিল্লুর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াসির আরাফাত, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তসলিম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমরান প্রমুখ।

বীর বাহাদুর আরও বলেন, বান্দরবানে যত শান্তি থাকবে, তত উন্নয়ন করা হবে। তাই সন্ত্রাসীদের কোনো আস্তানা বান্দরবানে যাতে না হতে পারে, সে জন্য জনসাধারণকে সজাগ থাকতে হবে, কোনো সন্ত্রাসী কর্মকান্ড দেখেলে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিন, তাহলেই সন্ত্রাসী কর্মকান্ড নির্মুল করা সহজ হবে। বীর বাহাদুর উশৈসিং বলেন, যত শান্তি থাকবে তত উন্নয়ন করবো। সন্ত্রাসীদের কোন আস্থানা যাতে এখানে গড়ে না উঠে সেজন্য জনসাধারণকে আইনশৃংখলা বাহিনীকে সহায়তার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ১৩ কোটি ৭৬ লাখ টাকার বেশি ব্যয়ে ৬টি প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি।

এসময় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর দোছড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে এলজিইডি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ বিভাগের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ প্রকল্পের আওতায় দোছড়িতে দুই কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে প্রায় ১১ কিলোমিটার দূর থেকে বিদ্যুতের সঞ্চালন লাইনের মাধ্যমে স্বাধীনতার দীর্ঘ ৫১ বছর পর দোছড়ি বিদ্যুতের আলোকিত আলোকিত হলো।

বান্দরবান এলজিইডির নির্বাহী প্রকৌশলী নাজমুস সাদাত জিল্লুর রহমান জানান, এলজিইডির তত্ত্বাবধানে নাইক্ষ্যংছড়িতে ১০ কোটি ৬১ লাখ ৫৫ হাজার ৩৭৯ টাকা ব্যয়ে চারটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এরমধ্যে একটি রাস্তা, দুটি গার্ডার সেতু এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হবে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াসির আরাফাত জানান, ১৫ লাখ টাকা ব্যয়ে একটি রাইস হাসকিন মেশিন স্থাপন করা হবে।

পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান জানান, জেলা পরিষদের মাধ্যমে নাইক্ষ্যংছড়ির ৩০জন প্রশিক্ষিত নারীকে অ্যামব্রয়ডারী সেলাই মেশিন বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com