বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন

পর্যটকদের সঙ্গে ভালো আচরণ করুন: বীর বাহাদুর

বশির আহম্মদ, বান্দরবান প্রতিনিধি:: পার্বত্য এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি বলেন, পার্বত্য এলাকার উন্নয়নে কাজ চলছে। পর্যটন শিল্পের বিকাশে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তাই এই শিল্পের বিকাশ ও স্থানীয়দের কর্মসংস্থান নিশ্চিতে পর্যটকদের সঙ্গে ভালো আচরণ করুন।

সোমবার (২১ জুন) সকালে বান্দরবান সদরের রোয়াংছড়ি বাসস্টেশনে মোট দুই কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে বান্দরবান সদর উপজেলার রোয়াংছড়ি বাস টার্মিনাল ভবন নির্মাণ ও রোয়াংছড়ি বাসস্টেশন পাড়ায় ফুটওভার ব্রিজসহ সড়ক নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন কালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরেও বলেন, বান্দরবানের বাস স্টেশনগুলো আকর্ষণীয় করতে ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পর্যায়ক্রমে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। পৌর কর্তৃপক্ষও সকাল-বিকাল দু’বেলা বাসস্টেশন পরিষ্কার করবে।

তিনি পরিবহন সংশ্লিষ্টদের বলেন, চালকরা অবৈধ কাজ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাই সব পরিবহন মালিকদের চালকদের প্রতি নজর রাখার অনুরোধ করেন তিনি।

অনুষ্ঠানে পৌর মেয়র মো. ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজা সরোয়ার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আবদুল আজিজ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো. ইয়াছির আরাফাত, শৈলশোভা পরিবহন মালিক সমিতির সভাপতি আবদুল কুদ্দুসসহ বিভিন্ন পরিবহন মালিক, শ্রমিক ও আওয়ামী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com