বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন

নোয়াখালীতে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতে লোকমান হোসেন বাবর (৪২) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চরআমান উল্যাহর ৭ নং ওয়ার্ড দাসেরহাট এলাকার এসবিএম ব্রিকসে এ ঘটনা ঘটে।

লোকমান হোসেন বাবর লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরসীতা ইউনিয়নের কেলাকোপা গ্রামের আবদুল খালেক মাঝির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এসবিএম ব্রিকসে অন্য শ্রমিকদেরসেঙ্গে কাজ করছিলেন লোকমান হোসেন। সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। তখনও ইটভাটায় শ্রমিকরা কাজ করছিলেন। সাড়ে ৭টার দিকে বজ্রপাত হলে লোকমান গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইটভাটার পরিচালক বাবুল চন্দ্র কাহার বলেন, বৃষ্টির মধ্যে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে লোকমান গুরুতর আহত হয়। হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, হাসপাতালে আনার আগেই লোকমান হোসেন মারা যান। জেলা সদর হাসপাতালে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com