শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

নোয়াখালী সাইবার ওয়ারিয়র্সের ত্রাণ পেলো বান্দরবানের দূর্গতরা

বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স।

সংগঠনটি রবিবার দিনব্যাপী বান্দরবানের ইসলামপুর, লাঙ্গিপাড়া, মেম্বারপাড়া, হাফেজঘোনা, বনানী সমিল এলাকার পাঁচ শতাধিক দূর্গত মানুষের মাঝে সহায়তা তুলে দেন।

সকালে এই ত্রাণ বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ শামসুল ইসলাম। এসময় কেন্দ্রীয় আওয়ামীলীগ নির্বাহী কমিটির সদস্য আবদুর রহিম চৌধুরী, নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সাইদুর রহমান রায়হান, সাংবাদিক বশির আহমদ ও আবুল বাশার নয়ন, ঠিকাদার শফিকুর রহমানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণকালে মেয়র বলেন, দূর্গত মানুষের সার্বক্ষণিক খোঁজ রাখছেন পার্বত্যমন্ত্রী। স্মরণকালের ভয়াবহ বন্যা থেকে ঘুরে দাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি। এসময় সূদূর নোয়াখালী থেকে সাইবার ওয়ারিয়র্স এর সদস্যরা দূর্গতদের জন্য ত্রাণ নিয়ে আসায় সকল সদস্যদের প্রতি ধন্যবাদ জানান তিনি। বিকেলে দ্বিতীয় দফায় সাঙ্গু নদীর তীরবর্তী ইসলামপুর ও লাঙ্গিপাড়া এলাকায় বন্যা ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌছে দেন সংগঠনটির ১৪ সদস্যের টিম। ভবিষ্যতেও তাদের এই মানবিক তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের নেতারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com