শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন
মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥
বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ নবী হাসান খান বলেছেন, বর্তমানে বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। টিভি চ্যানেল, পত্রিকার পাতা খুললেই নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র দেখা যায়। এভাবে দেশ চলতে পারেনা, কিছু মানুষ রুপি অমানুষের কাছে দেশের নারী সমাজ কখনোই জিম্মি হতে পারে না। আপনারা যেখানেই নারী নির্যাতনের ঘটনা দেখবেন সাথে সাথে পুলিশ প্রশাসনকে খবর দিন পুলিশ ত্বরিত গতিতে ব্যবস্থা নেবে। পুলিশ প্রশাসন সর্বদা নির্যাতিতার পাশে রয়েছে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন বন্ধ করে দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে।
আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭নং বিট পুলিশিং সেতাবগঞ্জ পৌরসভা বোচাগঞ্জ দিনাজপুর আয়োজিত নারী ও শিশু নির্যাতন বিরোধী সমাবেশে তিনি একথাগুলো বলেন।
এসময় সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা ও সেতাবগঞ্জ পৌরসভার ১, ২, ৩ সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা ফেরদৌস পুতুল, সেতাবগঞ্জ পৌর মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদিক মোছাঃ হাসিনা বেগম, বোচাগঞ্জ থানার এস আই মোঃ মাহাবুবুর রহমান সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
উল্লেখ্য যে, “আপনার পুলিশ আপনার পাশে” এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশে এক যোগে নারী ও শিশু নির্যাতন বিরোধী সমাবেশের অংশ হিসেবে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে ৬টি এবং সেতাবগঞ্জ পৌর শহরে ৩টি সহ মোট ৯টি স্থানে নারী ও শিশু নির্যাতন বিরোধী সমাবেশ করা হয়েছে।