শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
দোহার প্রতিনিধি ॥
ঢাকার দোহার উপজেলার দোহার ঘাটা এলাকা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ২ টায় ৩০ মিনিটে র্যাব-১০ অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ সোনিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় মাদক ব্যবসায় ব্যবহারকৃত ১ টি মাইক্রোবাস জব্দ করে র্যাব। উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজার মূল প্রায় ১৫ লাখ টাকা।
র্যাব -১০ জানায়, গোপনে সংবাদ পাওয়া যায়, মাদকের একটি বড় চালানসহ একজন মহিলা মাদক ব্যবসায়ী দোহার ঘাটা এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনিয়া ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে র্যাবের মহিলা সদস্যরা।
পরে র্যাব সোনিয়া ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তাঁর নিজ ভাড়াকৃত বাসার কক্ষের সামনে থাকা মাইক্রোবাসে আরো গাঁজা রয়েছে। অতপর সোনিয়া দেওয়া তথ্য অনুসারে র্যাব মাইক্রোবাসের সিটের পাটাতনের নিচ হতে আরও ৪২ কেজি গাঁজা উদ্ধার করে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হারুন অর রশীদ বলেন, গ্রেফতার করে সোনিয়া থানায় হস্তান্তর করে র্যাব-১০। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। শুক্রবার সকালে ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।