সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০২:৫০ অপরাহ্ন

দোহারে বেকারীতে অভিযান : দুই লক্ষ টাকা জরিমানা

দোহার (ঢাকা) প্রতিনিধি ॥
ঢাকার দোহার উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও বিপণন, অননুমোদিত রং ব্যবহার, ব্যবসা প্রতিষ্ঠানের যথাযথ লাইসেন্স না থাকা, লাইসেন্স গ্রহণ ব্যতীত বিএসটিআই’র লোগো ব্যবহার, ভোক্তাদের সাথে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে বান্দুরা বেকারী এবং চিশতীয়া বেকারী নামক দুই ব্যবসায়িক প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ মে) বেলা সাড়ে ১১ টায় দোহার উপজেলার ইকরাশী বাজার ও জয়পাড়া থানার মোড় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ কার্যক্রম প্রতিরোধকল্পে অনিবন্ধিত বেকারীতে দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্র্যাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান বিএসটিআই’র সহযোগিতায় অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১ টায় দোহার উপজেলার ইকরাশী বাজার ও জয়পাড়া থানার মোড় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ কার্যক্রম প্রতিরোধকল্পে অনিবন্ধিত বেকারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও বিপণন, অননুমোদিত রং ব্যবহার, ব্যবসা প্রতিষ্ঠানের যথাযথ লাইসেন্স না থাকা, লাইসেন্স গ্রহণ ব্যতীত বিএসটিআই’র লোগো ব্যবহার, ভোক্তাদের সাথে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে ওজন ও পরিমাপ মানদ- আইন- ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বান্দুরা বেকারী এবং চিশতীয়া বেকারী নামক ২টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে সর্বমোট দুই লক্ষ টাকা অর্থদ- প্রদান ও আদায় করা হয়। অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের মালিক/পরিচালকবৃন্দকে যথাযথ প্রক্রিয়ায় লাইসেন্স গ্রহণপূর্বক জনস্বাস্থ্য রক্ষায় সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়।

ভ্র্যাম্যমাণ আদালতের অভিযানকালে বিএসটিআই’র পরিদর্শক সিরাজাম মুনীরা, দোহার উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনোয়ার হোসেন এবং দোহার থানা পুলিশ প্রয়াজনীয় সহযোগিতা প্রদান করেন।
দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্র্যাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান বলেন, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে এবং জনস্বাস্থ্য রক্ষায় দোহার উপজেলায় ভবিষ্যতে এ ধরণের অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com