সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

দোহারের ভূমি অফিসে দালাল চক্রের বিরুদ্ধে অভিযানে ৭ জনের কারাদণ্ড

দোহার (ঢাকা) প্রতিনিধি ॥
ঢাকার দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খান জয়পাড়া বাজারস্থ কুসুমহাটি ইউনিয়ন ভূমি অফিস, মেঘলা বাজারস্থ সদর ভূমি অফিস সহ উপজেলার নিজ অফিসে দালালদের দৌরাত্ম্য রোধে আকস্মিক অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন।

রবিবার (১২ মে) সকাল ১১:৩০ ঘটিকায় দোহার উপজেলাস্থ কুসুমহাটি ও দোহার সদর ইউনিয়ন ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য বেড়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আইন- রক্ষা ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় বলে জানা যায়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ভূমি অফিসে অবস্থানরত দালাল চক্রের ০৭ জন সদস্য হাতে নাতে ধরতে সক্ষম হয়। জানা যায় দালাল চক্র দীর্ঘদিন ধরে সেবাগ্রহীতাদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় করে প্রতারণা, হয়রানি ও সরকারি সেবা প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ বিভিন্ন অপরাধের জন্য দণ্ডবিধি, ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত করে ০৭ (সাত) জনের প্রত্যেককে ০৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে দোহার থানা পুলিশ ও আনসার প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

এসময় নির্বহী ম্যজিস্ট্রেট মামুন খান জানান জনস্বার্থে সরকারি অফিসে সেবাগ্রহীতাদের নির্বিঘ্নে সেবা প্রদান নিশ্চিত করা এবং দালালদের দৌরাত্ম্য নির্মূলে দোহার উপজেলায় ভবিষ্যতে এ ধরণের অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com