সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

দুই সন্তানের মুখে বিষ দেওয়ার পর নিজেও বিষপানে আত্মাহত্যার চেষ্টা

ঠাকুরগাঁও ধেকে॥

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়ায় পারিবারিক কলহকে কেন্দ্র করে খাবারের সাথে দুই সন্তানেরে মুখে বিষ দিয়েছেন নুরবানু আক্তার নামের এক মা। এসময় নিজেও বিষপান করে আত্মাহত্যার চেষ্টা করেন সেই গৃহবধূ।

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া থানার ঘনিমহেষপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত নুরজ্জামান (১৮ মাস) ঘনি মহেশষপুর গ্রামের সেলিম উদ্দীনের ছোট ছেলে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ছোট মেয়ে শাম্মী আক্তার(০৬) ও তার মা নুরবানু আক্তার।

পুলিশ ও পরিবারের স্বজনেরা জানান, রাতে হঠাৎ করেই শ্বাশুড়ির সাথে ঝগড়া লাগে নুরবানুর। পরে সব ঠিক হয়ে যায়। পরের দিন সকালে তার স্বামী বাসা থেকে বেড় হয়ে যাবার পরেই নুরবানু তার দুই বাঁচ্চার মুখে বিষ দিয়ে নিজে আত্মাহত্যার চেষ্টা করে। এসময় স্থানীয় ও পরিবারের লোকেরা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক ছোট ছেলে নুরুজ্জামানকে মৃত ঘোষনা করেন।

নুরবানুর স্বামী সেলিম উদ্দীন জানান, সকালে প্রতিদিনের ন্যায় কাজের সন্ধানে বাসা থেকে বের হয়ে যায়। আমার স্ত্রী দুই সন্তানের মুখে বিষ দিয়ে নিজেও বিষ খেয়েছে এমন খবর স্থানীয়রা জানালে আমি তিনজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসি।

ঠাকুরগাঁও সদর থানার এসআই ফিরোজা জানান, শ্বাশুড়ির সাথে স্ত্রীর ঝগড়া কারণে দুই সন্তানের মুখে বিষ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে নুরবানু এমনটা প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। তদন্ত শেষে বলা যাবে প্রকৃত ঘটনা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com