রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন

দিরাইয়ে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে দাভাঙ্গা হাওরে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। তবে তাদের সৎকার হওয়ার পর ঘটনা সম্পর্কে জানতে পারে পুলিশ। মৃত্যু বরণকারিরা হলেন রবীন্দ্র দাস (৫৫) ও টিপু দাস (২৫)।

রাত ১১টায় দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, বজ্রপাতে হাওরে দুই কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটা বিকেল সাড়ে ৫টার হলেও আমি ১০-১৫ মিনিট আগে জেনেছি, তাদের মরদেহ সৎকার হয়ে গিয়েছে আমরা খোঁজ নিচ্ছি এখন।

কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান একরার হোসেন জানান, শুক্রবার বিকেলে বৃষ্টির সময় খলায় স্তূপ করে রাখা ধান ঢাকতে গিয়েছিলেন তারা। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে সৎকার করে ফেলেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com