শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা॥
আসন্ন নির্বাচনে দিনাজপুর-১ আসনের নৌকা মার্কার প্রার্থী তিন তিনবারের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের জন্য ভোট চাইলেন তার সহ-ধর্মিনী গীতা রানী শীল।
গত মঙ্গলবার কাহারোল উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে স্বামীর জন্য নৌকা মার্কায় ভোট চান তিনি।
তিনি দুপুর থেকে উপজেলার ঘাসিয়ারা, সান্দ্রাই, কাশিপুর, শংকরপুর, ডাবোর সহ বিভিন্ন এলাকায় নৌকা মার্কার জন্য ভোট চান এবং নৌকা মার্কাকে বিপুল ভোটে জয় লাভ করার জন্য সকলের প্রতি আহবান জানান। এসময় তার সাথে ১নং ডাবোর ইউনিয়নের আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায় সহ ইউনিয়নের আ’লীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।