বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানের থানচিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হলরুম উদ্বোধন করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি ফিতা কেটে এই হলরুম উদ্বোধন করেন।
স্থানীয় সরকার বিভাগ এলজিইডির অর্থায়নে অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস ভবন নির্মানে ব্যায় হয়েছে প্রায় ৮ কোটি টাকা।
বিভিন্ন প্রকল্প উদ্বোধন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের ন্যায় পার্বত্য জেলায়ও উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। আগেকার দূর্গম থানচি এখন আর নেই। জেলা সদর থেকে দ্রুত সময়ে মানুষ যাতায়ত করছে। স্কুল, কলেজ, রাস্তা, ব্রিজ নির্মাণ হয়েছে। বৈদ্যুতিক বাতি জ্বলছে দূর্গম এলাকার ঘরে ঘরে। বর্তমান সরকার আমলে এসব উন্নয়ন এখন বিশ্ব দরবারে অনন্য।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং, উপজেলা নির্বাহী অফিসার আতাউল গণি ওসমানি, স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মো. জিল্লুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ইউনিট নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত প্রমুখ।
পরে নবনির্মিত অডিটরিয়ামে প্রশিক্ষিত নারীদের সেলাই মেশিন, কৃষি উপকরনের স্প্রে মেসিন, শীতবস্ত্র কম্বল, ভিজিডি কার্ডধারীদের চাল বিতরন করেন মন্ত্রী।