মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০২:০০ অপরাহ্ন
বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানের থানচিতে একটি রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় দেড় হাজার ফুট পাহাড়ের খাদে পরে গেছে। এসময় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (২৯ মে) সকালে বান্দরবান-থানচি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. শাহেদ (২৭)। আর আহতরা হলেন- মো. ফরহাদ (২৩), মো. রেজওয়ানা (২৫) ও ট্রাকচালক আবদুল মজিদ (৫৫)।
খবর পেয়ে স্থানীয় জনতা, পুলিশ, ফায়ার সার্ভিস, বিজিবি ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিজিবি ৩৮ ব্যাটালিয়নে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠান।
এ বিষয়ে আহত ট্রাকচালক আবদুল মজিদ জানান, গতকাল শনিবার থানচি থানা-পুলিশের পর্যটনকেন্দ্র নির্মাণের জন্য ট্রাকে রড নিয়ে থানচি পর্যন্ত আসি। ভোরবেলায় বান্দরবান সদর থেকে নাশতা করে থানচির উদ্দেশে রওনা করি। একপর্যায়ে নীল দিগন্ত পর্যটনকেন্দ্রের ঢালু রাস্তায় নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি নিচে পড়ে যায়।
দুর্ঘটনার সত্যতা স্বীকার করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুদ্বীপ রায় জানান, ঢাকা থেকে রড নিয়ে ট্রাকটি জীবননগরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় দেড় হাজার ফুট পাহাড়ের খাদে পড়ে যায়। এতে একজন নিহত আর তিনজন আহত হয়েছেন। আহতদের দ্রুত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।