শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি::
পারিবারিক কলহের জেরে ঠাকুরগাঁওয়ে স্ত্রীর হাতে খুন হয়েছেন স্বামী শরিফুল ইসলাম (৪০)। এ ঘটনায় আজ সকালেই নিহত শরিফুলের স্ত্রী মালেকা বেগমকে আটক করেছেন পুলিশ।
সোমবার ভোর রাতে সদর উপজেলার বড় বালিয়া ইউনিয়নের বগুলা পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি তদন্ত চিত্ত রঞ্জণ রায়।
নিহত শরিফুল ইসলাম ঐ ইউনিয়নের কুমারপুর গ্রামের নকিবর রহমানের ছেলে ও আটককৃত মালেকা (২৭) একই ইউনিয়নের মজিবর রহমানের মেয়ে।
পুলিশ জানায়, শরিফুল ইসলামের সাথে তার তৃতীয় স্ত্রী মালেকার দীর্ঘদিন ধরেই পারিবারিক একটা ঝগড়া ছিলো। এরপরে সেটি সমাধান হলে গতকাল রাতে লুকিয়ে শরিফুল মালেকার বাসায় যায়। এসময় রাতে দুই স্বামী-স্ত্রীর মধ্যে কোন কারনে ঝগড়া সৃষ্টি হলে এক পর্যায়ে স্ত্রী মালেকা তার স্বামী শরিফুলকে বাসিলা দিয়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তার স্বামী। পরে সকালে তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি তদন্ত চিত্ত রঞ্জন রায় বলেন, লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতী চলছে বলে জানান তিনি।