শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০২:২৬ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে সুরক্ষিত সীমান্ত ও মাদকমুক্ত করতে বিজিবির আলোচনা সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি॥

ঠাকুরগাঁওয়ে বিজিবি সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে “সুরক্ষিত সীমান্ত ও মাদকমুক্ত ঠাকুরগাঁও” বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে ঠাকুরগাঁও ৫০ বিজিবি সুবেদার মেজর কাজী মুদ্দিন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল এসএনএম সামীউন্নবী চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, বিজিব’র ঠাকুরগাঁও সদর দপ্তর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সামছুল আরেফীন, জেলা জর্জ মো: হাসানুজ্জামান, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, ৫৬ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মো: শাহ আলম সিদ্দিকী, ১৮ বিজিবির অধিনায়ক লে: কর্নেল খন্দাকার আনিছুর রহমান, বিজিবি হাসপাতালের এমপিএইচ’র অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ ফজল ই ইলাহী, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) তানভিরুল ইসলাম, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা সীমান্ত সুরক্ষায় মাদকদ্রব্য সনাক্তকরণ, তল্লাশী পদ্ধতি, সাক্ষ্য গ্রহন পদ্ধতি ও ত্রুটিসমূহ, মাদকের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com