বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের অবরোধ অব্যাহত, স্মারকলিপি প্রদান

ঠাকুরগাঁও থেকে॥

তৃতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থী সুমনা হকের (৯) হত্যার বিচারের দাবিতে তৃতীয় দিনের মতো সড়কে আবরোধ বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছেন ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

রোববারন (২২ ডিসেম্বর) দুপুরে জেলার বড় মাঠ প্রাঙ্গণ থেকে ঠাকুরগাঁও সরকারি বালিকা ও বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও জর্জ কোর্ট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

এরপর জেলা পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে আবারো স্লোগান দিতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে পুলিশ সুপার মনিরুজ্জামান বরাবরে আরেকটি স্মারকলিপি প্রদান করেন তারা।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবকসহ জেলা বিভিন্ন স্তরের জনতা অংশ নেয়।

স্মারকলিপিতে শিশু সুমনা হককে হত্যাকারী রিয়াজ আহম্মেদ কাননের কঠোর শাস্তির দাবী সহ যদি অন্য কেই এই ঘটনায় জড়িত থাকে তাহলে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে জেলা শহরের গোয়ালপাড়া এলাকায় স্কুলছাত্র রিয়াজ আহম্মেদ কাননের বসতঘরের মাটি খুঁড়ে সুমনা হকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সুমনা হক গোয়ালপাড়া এলাকার জুয়েলের মেয়ে। সে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী ছিলো। রিয়াজ আহম্মেদ কানন একই এলাকার ইয়াসিন হাবীব কাননের ছেলে। সে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com