শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০২:২৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে রংধনু ট্রেডার্সের মালিক আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি::

টার্কি মুরগি পালন করে আকর্ষণীয় লাভ দেয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রংধনু ট্রেডার্স এর মালিক সহ তার সহ-ধর্মীনিকে আটক করেছেন ঠাকুরগাঁও ডিবি পুলিশ।

শনিবার দুপুরে বীরগঞ্জ উপজেলার তাজমহল রোড থেকে তাদের আটক করা হয়।

সন্ধ্যায় ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ডিবি পুলিশের ইন্সপেক্টর ওয়াহেদ আলী। আটককৃত রংধনু ট্রেডার্সের মালিকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

আটককৃতরা হলেন, সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত ধীরেন্দ্র নাথ রায়ের ছেলে ও রংধনু ট্রেডার্সের মালিক বাবলু রায়(৪৫) এবং তার সহ-ধর্মীনি মুক্তি রানী(৪০)।

মামলার তদন্ত কর্মকর্তা এস.আই রবিউল ইসলাম জানান, আটক বাবলু ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড় জেলার সাধারণ মানুষকে টার্কি মুরগি পালনে আকর্ষণীয় লাভ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের টার্কি মুরগি দিয়ে নগদ টাকা হাতিয়ে নেয়। চুক্তি অনুযায়ী মেয়াদ শেষে ওই সব উদ্যোক্তার পালিত মুরগি নিয়ে কোন ব্যক্তিকে চেক আবার কাউকে সাদা কাগজে রশিদ দিয়ে কোম্পানির চেয়ারম্যান সহ অন্যান্যরা পালিয়ে যায়। পরে উদ্যোক্তারা বিভিন্ন থানায় মামলা করে। দীর্ঘদিন থেকে তাকে খুঁজা খুঁজি করতে ছিলেন পুলিশ।

অবশেষে শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ জেলায় অভিযান চালিয়ে বাবলু রায় সহ তার স্ত্রীকে আটক করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ডিবি পুলিশের ইন্সপেক্টর রুপ কুমার সরকার, এসআই শামীম, এসআই নবিউল সহ পুলিশের কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com