সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসা প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা

dav

ঠাকুরগাঁও থেকে॥

অবৈধ মামালা বিক্রি করায় ঠাকুরগাঁও শহরের কল্পনা কালেকশন নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে এই অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বর্ণি শিখা আশা।

দন্ডপ্রাপ্ত মঈনুল ইসলাম কল্পনা কালেকশন ব্যবসায়ীর মালিকের ছোট ভাই।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এই স্টোরে প্রচুর পরিমান ইন্ডিয়ান মালামাল পাওয়া গেছে। যেগুলোতে কোন আমদানি কারকের সিল নেই। সেই সাথে তারা নিজেদের মতো করে পণ্যের দাম বসিয়ে বিক্রি করছে। সেজন্য আজ তাদের এখানে ভোক্তা অধিকারের ৪০ ধারায় তাদেরকে ৫০ হাজার টাকার অর্থদন্ড দেয়া হয়েছে। সেই সাথে তাদের এর অবৈধ মালামালগুলো নষ্ট করে দেয়া হবে।

এসময় ভূমি অফিসের পেশকার চন্দন কুমার দে, সেনেটারী ইন্সপেক্টর আখতার অফিসার সহ আনসার বাহিনীর ২জন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com