বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন
ঠাকুরগাঁও থেকে॥
ঠাকুরগাঁওয়ে কর্নেট সাংস্কৃতিক সংসদের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় মহান বিজয় দিবস উপলক্ষে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বিজয় ও সাংস্কৃতিক মেলা।
শহরের কারীবাড়িস্থ সাধারণ পাঠাগার চত্বরে মঙ্গলবার রাতে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য দেন- পুলিশ সুপার মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় সাইফুল ইসলাম প্রবাল প্রমুখ।
১৫ দিন ব্যাপী এ মেলায় মেলায় কসমেটিকস, কাপড়, জুতা, দেশি-বিদেশী শাড়ি, খেলনা, জ্যাকেট, হাড়ি-পাতিলসহ বিভিন্ন পন্য সামগ্রীর ৬০টি স্টল বসেছে। এছাড়াও রয়েছে ছোট শিশুদের জন্য বিভিন্ন রাইড।
মেলায় সাংস্কৃতিক গোষ্ঠির পরিবেশনায় সাংস্কৃতিক উৎসবে প্রতিদিন থাকছে বিজয়ের গান, নৃত্য ও কবিতা আবৃত্তি।