সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি॥
সাক্ষরতা আন্দোলনের নায়ক রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত ও প্রয়াত মুক্তিযোদ্ধা ঠাকুরগাঁওয়ের মোকছেদ আলীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও সালন্দর ইউনিয়নের কচুবাড়ি কৃষ্টপুর গ্রামে ঐ মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে এই নগদ ১৫ হাজার টাকার চেক ও নতুন করে একটি বাড়ি নির্মাণের আশ্বাস দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কে.এম কামরুজ্জামান সেলিম।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আলম মামুন, সালন্দর ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী সহ প্রায়ত মুক্তিযোদ্ধার পরিবারের স্বজনেরা।
উল্লেখ্য, বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম তৈরির এক নায়কের নাম ছিলেন মোকছেদ আলী। স্বাধীনতা লাভের পর ঠাকুরগাঁওয়ের তরুণ যুবকেরা ঝাঁপিয়ে পড়ে নিরক্ষরমুক্ত গ্রাম গড়ে তোলার যুদ্ধে। আর সেই যুদ্ধে ঠাকুরগাঁও সালন্দর ইউনিয়নের কচুবাড়ি কৃষ্টপুর গ্রাম দেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম হিসেবে স্বীকৃতি পায়। এই তরুণ যোদ্ধাদের নেতৃত্ব দিয়েছিলেন প্রায়ত মোকছেদ আলী।