বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে পৌরসভার কর্মকর্তাদের দুইদিন ব্যাপী কর্মবিরতি

ঠাকুরগাঁও থেকে॥

কেন্দ্রীয় কমিটির নির্দেশ মতে রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন ভাতা প্রদান সহ পেনশন প্রথা চালুর দাবী ও জনপ্রতিনিধিদের সন্মানীভাতা প্রদানের দাবীতে দুইদিন ব্যাপী কর্মবিরতি পালন করছে ঠাকুরগাঁও পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও পৌরসভা শাখা।

সোমবার পৌরসভার কার্যালয়ের সামনে সকাল থেকেই শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে এই কর্মবিরতি। কর্মবিরতি চলাকালে পৌরসভার সমস্ত নাগরিক সেবা প্রদান থেকে বিরত রয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

কর্মবিরতিতে বক্তব্য দেন, ঠাকুরগাঁও পৌরসভা কর্মচারী সংসদ জেলা শাখার সভাপতি জাহিদ আলম প্রধান,সাধারণ সম্পাদক মনছুর আলী, সচিব রাশেদুর রহমান সহ অন্যান্ন কর্মকর্তাগণ।

এসময় বক্তরা বলেন, আমাদের এই দাবীগুলো মানে না নেয়া হলে আগামীতে আরো কঠোর আন্দোলন করা হবে বলে হুমিয়ারি দেন তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com