শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরও একজন।
মঙ্গলবার দুপুর তিনটায় শহরের বাসস্ট্যান্ড এলাকার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিউলি আরা (১৯) সদর উপজেলার সালন্দর ইউনিয়নের শাসলা পিয়ালা এলাকার আবু সাঈদ মাস্টের মেয়ে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী আশরাফুল মন্ডল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে বাসস্ট্যান্ড এলাকা হতে মোটরসাইকেলে যোগে বাসার দিকে যাচ্ছিলেন আশরাফুল ইসলাম ও তার স্ত্রী শিউলি আরা। এসময় বাসস্ট্যান্ড এলাকার পশু হাসপাতালের সামনে একটি মালবাহি ট্রাককে ওভারটেক করতে গেলে ট্রাকের চাপায় নিহত হন শিউলি আরা ও আহত হন তার স্বামী। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তবরত চিকিৎসক শিউলি আরাকে মৃত ঘোষনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার এস.আই সাইফুর রহমান।