বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও থেকে॥
৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী খাল জলাশয় পূন:খনন প্রকল্পের অংশ হিসেবে ঠাকুরগাঁও টাঙ্গন নদী পূন: খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে পানি সম্পদ মন্ত্রনায়লয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এমপি খনন কাজের উদ্বোধন করেন।
এরপূর্বে টাঙ্গন নদীর পাদদেশে অপরাজয় ৭১ প্রাঙ্গনে পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রনায়ল সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপাউবো উত্তরাঞ্চচলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ, ঠাকুরগাঁও পওর সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুর রহমান, ৫০ বিজিবির অধিনায়ক এসএনএম সামিউন্নবী চৌধুরী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহ. সাদেক কুরাইশি, সাধারণ সম্পাদক দীপক কুমার রায় প্রমুখ।
উল্লেখ্য, ঠাকুরগাঁও টাঙ্গন নদীর ৩৫ কিলোমিটার এলাকা খননের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২৪ কোটি ৪২ লক্ষ ৯১ হাজার ২৩০ টাকা দশমিক ৫১৭ টাকা।চলতি বছরের ২২ এপ্রিলের মধ্যে কাজটি শেস করার কথা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে টাঙ্গন নদীতে নাব্যতা ফিরে আসবে।