বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে জমির দখল নিতে রাতের আঁধারে বসতভিটায় সন্ত্রাসী হামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি::

ঠাকুরগাঁওয়ে অবৈধ পন্থায় জমির দখল নিতে রাতের আঁধারে বসতভিটায় সন্ত্রসী হামলাসহ বাড়ী-ঘর ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (২৯ ডিসেম্বর) বিকেলে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এ অভিযোগ করেন হামলার শিকার পরিবারের সদস্য আ: সাত্তার।

শনিবার (২৮ ডিসেম্বর) মধ্য রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ঘনিবিষ্টুপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় হামলাকারিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবার।

জানা যায়, পৈত্রিক সুত্রে পাওয়া ৬০ শতক করে জমি ভাগে পায় গাডু, কমরউদ্দিন ও সুলতান গং। কিন্তু গাডু গং তাদের প্রাপ্য জমির অধিক বিক্রি করার ফলে জমি সংকটে পড়ে কমরউদ্দিন ও সুলতান গং। এ অবস্থায় দীর্ঘদিন ধরে গাডু গং এর উত্তরাধিকারি রফিজউদ্দিনের সাথে সুলতান গং এর উত্তরাধিকারি সামসুল আলমের বিরোধ চলে আসছিলো। বর্তমানে সুলতান গং এর উত্তরাধিকারি শামসুল ও ইয়াসিন ৬০ শতকের চেয়েও ১১ শতক কম অর্থাৎ ৪৯ শতক জমি দখলে রাখে। কিন্তু গাডু গং এর উত্তরাধিকারি রফিজউদ্দিন ও তার সন্তানেরা সেই জমি নিজেদের দাবি করে। এ নিয়ে আদালতে মামলাসহ বিচার-সালিসও হয়। কিন্তু সমাধান না হওয়ায় এ বিরোধ থেকেই যায়। এ অবস্থায় গত ২৮ ডিসেম্বর শামসুল ও ইয়াসিনের পরিবারকে উচ্ছেদ করতে মধ্যরাতে তাদের দখলে থাকা জমিতে সন্ত্রাসী হামলা চালায় রফিজউদ্দিনের উত্তরসুরীরা। হামলায় আহত হন সামসুল আলমসহ বেশ ক’জন।

হামলার শিকার সামসুল আলমের ছেলে আ: সাত্তার জানান, আমাদের প্রাপ্য জমি থেকে উচ্ছেদ করতে রাতের আঁধারে হামলা চালিয়েছে রফিজউদ্দিনের ছেলে ও ভাড়াটে সন্ত্রাসীরা।হামলার সময় তারা আমাদের দুটি গরু, তিন ভরি স্বর্ণ, একটি সাইকেল, টিউবওয়েল, খাট-দরজাসহ নগদ দুই লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। আমরা আবারও সন্ত্রাসী হামলার আশঙ্কায় ছেলে-মেয়েসহ সকলে নিরাপত্তাহীনতায় ভুগছি।

হামলা ও ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু জানান, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে নিবৃত করা হয়। এ ব্যাপারে উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টি মিমাংসার চেষ্টা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com