বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১১:১২ অপরাহ্ন
ঠাকুরগাঁও থেকে॥
“মুক্তিযুদ্ধের প্রত্যাশিত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে “লার্নিং বাই ডুয়িং হোক শিক্ষার ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবি’র ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে আইডিইবি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িঁয়ে দিবসটির উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী।
উদ্বোধন শেষে জেলা পরিষদ ডাক বাংলো চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো আগের স্থানে এসে শেষ হয়।
আইডিইবি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সাহিদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে জেলা পরিষদ ডাক বাংলো চত্বরে এক আলোচনা সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও পেলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আলী আকবর খান সহ অন্নন্যারা।