বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি::

ঠাকুরগাঁওয়ের মুজাহিদ ইসলাম (২২) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকাল সাড়ে ১০টার সময় দুরামারি এলাকার বুলুর ম্যাচের একটি ঘর থেকে কলেজ ছাত্রের মরহেদ উদ্ধার করা হয়।

কলেজ ছাত্র মুজাহিদ দিনাজপুর জেলার কোতোয়ালি থানার মোহাব্বাদপুর হাজীপাড়া গ্রামের জহির উদ্দীনের ছেলে। ঠাকুরগাঁও সরকারি কারিগরী কলেজে তৃতীয় বর্ষে অধ্যয়নরত সে।

স্থানীয়রা জানিয়েছে, কলেজ ছাত্র মুজাহিদের সাথে আরও ৪ জন সহপাঠী একই কক্ষে ভাড়া থাকতেন। সকালে ঘটনাস্থলে মুজাহিদের ঝুলন্ত মরদেহ দেখে বাকি সহপাঠীদের খুঁজে পাওয়া যায়নি।

ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে, মরদেহ থানায় আসবে। কলেজ ছাত্রের মৃত্যুর মূল রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com