বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০১:২৫ অপরাহ্ন

টানা বর্ষণে বান্দরবানের সাথে লামা ও আলীকদমের যোগাযোগ বিচ্ছিন্ন

বান্দরবান প্রতিনিধি বশির আহম্মদ:: টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে মাতামুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় বান্দরবানের সাথে লামা-আলীকদমের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাত থেকে টানা বৃষ্টি অব্যাহত থাকায় লামা উপজেলার লাইনঝিরি, শিলেরতুয়া, সিবাতলী, দরদরাঝিরিসহ বেশ কয়েকটি স্থানে সড়ক পানিতে তলিয়ে যায়।

এর ফলে বুধবার সকাল থেকে আলীকদমের সাথে লামা ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। লকডাউনের কারণে যান চলাচল বন্ধ থাকলেও জরুরী পণ্যবাহী গাড়ী, স্বাস্থ্যকর্মী এবং সাধারণ জনগণ নৌকায় করে চলাচল করছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদীর পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে আশপাশের বেশ কয়েকটি নিম্নাঞ্চলও।

স্থানীয় বাসিন্দারা জানায়, সোমবার রাত থেকে ভারি বৃষ্টির কারণে লামা উপজেলার সাথে বান্দরবানের লামা-আলীকদম উপজেলার প্রধান সড়কের বিভিন্নস্থানে পানি ওঠে গেছে, আর এই বৃষ্টির পানিতে সড়কের পাশের বিভিন্ন নিম্মাঞ্চল ডুবে রয়েছে। সকাল থেকে বৃষ্টিপাত আরো প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে।

লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা সায়েদ ইকবাল জানান, বৃষ্টিপাতের কারণে মাতামুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় সড়কের বিভিন্ন স্থানে পানি উঠে গেছে। এর ফলে বড় যানবাহন চলাচল করতে পারলেও ছোট যানবাহন চলাচল করতে পারছে না। বৃষ্টিপাত থামলে পানি কমে গেলে যান চলাচল স্বাভাবিক হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com