বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন

ছুটির দিনে অপরূপ বান্দরবানে পর্যটকের ঢল

বান্দরবান প্রতিনিধি:: ছুটির দিনে শীত মৌসুম দেখতে পর্যটকের ভিড় সবুজ পাহাড় ঘেরা অপরূপ প্রকৃতির লীলাভূমি পার্বত্য জেলা বান্দরবানে। সারা বছরই কম বেশি পর্যটকের ভিড় লেগে থাকলেও বিশেষ করে ছুটির দিনগুলিতে ভিড় আরো বাড়ে। এদিকে পাহাড়ের শীত মৌসুমে সৌন্দর্য্য উপভোগ করতে ভ্রমণ পিপাসুরা প্রতি বছর ছুটে আসেন পাহাড়ী কন্যা বান্দরবানে।

তাছাড়া ১৬ ডিসেম্বর বিজয় মাস ও ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একদিনের জন্য বান্দরবানে সব পর্যটন কেন্দ্রগুলো জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বসাধারণের জন্য প্রবেশ উম্মুক্ত করে দিয়েছে। বিজয় দিবসে পর্যটন কেন্দ্রগুলোতে প্রবেশ মূল্য ফ্রি পাশাপাশি সরকারি ছুটিকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা পাহাড়ের সৌন্দর্যকে দেখতে ভিড় করছেন এই জনপদে।

বিভিন্ন পর্যটন স্পটগুলোতে ঘুরে দেখা গেছে, বান্দরবানে সব পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকের ভিড় চোখে পড়ার মত ছিল। দূর-দূরান্ত থেকে বেড়াতে আসা পর্যটকরা শহরের কোলাহল থেকে কিছুটা মুক্ত বাতাসে স্বস্তির সন্ধানে মুগ্ধ হয়ে ঘুরে বেড়াচ্ছেন বান্দরবানের দর্শনীয় স্থান মেঘলা, নীলাচল, চিম্বুক, নীল দিগন্ত, সাঙ্গু নদী, শৈলপ্রপাত ও নীলগীরিতে। তাছাড়া একটু বেশি সময় নিয়ে যারা ঘুরতে এসেছেন তারা ছুটে যাচ্ছেন দুর্গম থানচির রেমাক্রী, বড় পাথর, নাফাখুম ঝর্ণা ও আমিয়া কুম দেখতে। বিশেষ করে যারা পাহাড়ী পথ ট্রেকিং-এর জন্য আসছে তারা বেছে নিচ্ছেন এমন দুর্গম পথ, জানিয়েছেন আগত পর্যটকরা।

ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পর্যটকরা যাতে নিরাপদে ঘুরে বেড়াতে পারে সে জন্য প্রতিটি পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা মোতায়েন থাকবে। এ ছাড়া সাদা পোশাকধারী পুলিশ সদস্যরাও নিয়োজিত থাকবে। আশা করি, পর্যটকরা নিরাপদে ভ্রমণ করতে পারবে।

বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, পর্যটন নগরী বান্দরবানের সৌন্দর্য দেখতে বছরের পুরোটা সময়ই পর্যটকের আগমন ঘটে। তাছাড়া বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের জেলা প্রশাসন পরিচালিত সব পর্যটন কেন্দ্র গুলোতে প্রবেশ মূল্য ফ্রি করে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। কোনো রকম প্রবেশ ফি ছাড়াই সব দর্শনার্থীরা পর্যটন কেন্দ্রগুলোতে প্রবেশ করতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com