রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলে নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি::

চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মা আশুরা খাতুন (৬০) ও ছেলে ওমর আলী (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় ওই নারীর স্বামী ও পুত্রবধূ গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার ভোরে উপজেলার মহানগর উত্তরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জীবননগর উপজেলার মহানগর উত্তরপাড়ার ছমির আলীর স্ত্রী আশুরা খাতুন (৬০) ও তার ছেলে ওমর আলী (২৮)।

এলাকাবাসীর বরাত দিয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহামুদ্দিন হেদায়েত জানান, শুক্রবার ভোরে নিজেদের বাড়ির বারান্দায় ঝুলন্ত বৈদ্যুতিক তারে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এসময় অসাবধনতাবশত প্রথমে পুত্রবধূ রুবিনা তারে স্পর্শ করলে আহত হয়ে পড়েন। পরে তাকে বাঁচানোর জন্য বাবা ছমির আলী, মা আশুরা খাতুন ও ছেলে ওমর আলী ওই তারে হাত দিলে বিদ্যুতস্পৃষ্ট হন। এলাকাবাসী তাদের চারজনকেই উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক মা আশুরা খাতুন ও ছেলে ওমর আলীকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনকে আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com