বুধবার, ৩০ Jul ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
চুয়াডাঙ্গা প্রতিনিধি:: চুয়াডাঙ্গায় চলছে তীব্র তাপপ্রবাহ। শনিবার (১০ মে) তাপমাত্রা পৌঁছেছে ৪২ ডিগ্রিতে। হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে আতিয়ার রহমান (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, শনিবার দুপুর ১২টায় তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস, যা বিকেল ৩টায় বেড়ে দাঁড়ায় ৪২ ডিগ্রিতে। ওই সময় বাতাসে আর্দ্রতা ছিল মাত্র ২৩ শতাংশ, যা গরমের তীব্রতা আরো বাড়িয়ে তোলে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান বলেন, ‘গত কয়েক দিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এখন তা অতিতীব্র তাপপ্রবাহে পরিণত হয়েছে। আজকের তাপমাত্রা চলতি মৌসুমের সর্বোচ্চ। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।’
এদিকে, আতিয়ার রহমান শনিবার দুপুরে আলুকদিয়া বাজারে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের মনিরামপুর গ্রামের বাসিন্দা।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: ওয়াহিদ মোহাম্মদ রবিন বলেন, ‘রোগীটি হাসপাতালে আনার আগেই মারা যান। উপসর্গ দেখে ধারণা করছি, তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।’
চিকিৎসকদের মতে, তীব্র গরমে বাতাসে আর্দ্রতা কম থাকলে শরীরে দ্রুত পানিশূন্যতা দেখা দেয়, যা হিটস্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রায় দীর্ঘক্ষণ খোলা জায়গায় কাজ করলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়।