শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন

চিরিরবন্দরে বেসিক ব্যাংকের ৬৯তম শাখার উদ্বোধন

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি::

দিনাজপুরের চিরিরবন্দরে বেসিক ব্যাংক লিমিটেডের ৬৯তম শাখার উদ্বোধন করা হয়েছে। রোববার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক আফরোজা গুল নাহার।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের পরিচালক আফরোজা গুল নাহার বলেন, গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সম্পূর্ণ অনলাইন সিস্টেমে এ ব্যাংক ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশের শিল্পায়নকে প্রসারিত করার লক্ষ্যে ১৯৮৯ সালে এ ব্যাংকের অগ্রযাত্রা শুরু হয়। স্বল্প সময়ের মধ্যে গ্রাহকদের চাহিদা পূরণে সফলতার সঙ্গে বেসিক ব্যাংক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, সব ধরনের নিয়মনীতি মেনে, যাচাই বাছাই করে বেসিক ব্যাংকের ঋণ প্রদান করা হয়। ফলে এ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ খুবই কম। বেসিক ব্যাংক শতভাগ রাষ্ট্র মালিকানাধীন হওয়ায় গ্রাহকগণ আমানত রাখার ক্ষেত্রে এ ব্যাংককে অধিক নিরাপদ মনে করেন। ফলে দিনদিন ব্যাংকের আমানত বাড়ছে। ব্যাংকের ব্যবস্থপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আহম্মদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ল্যাব এইড হাসপাতালের অর্থপেডিক সার্জন প্রফেসর ডা: এম আমজাদ হোসেন।

এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের শাখা ম্যানেজার সৈয়দ আহমেদ, আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের পরিচালক শামসুল হক, অধ্যক্ষ মো: মিজানুর রহমান, ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com