সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৬:১২ অপরাহ্ন

চিরিরবন্দরে বিদ্যালয় মাঠে শহীদ মিনার নির্মানে বাধা ও দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি::

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নওখৈর বালক সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ মিনার নির্মানে বাধা ও দপ্তরী কাম প্রহরীকে ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল ইসলাম নয়ন কৃর্তক মারধরের ঘটনায় মানববন্ধন করেছে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সকল দপ্তরী কাম প্রহরী।

রোববার (১৬ ফেব্রুয়ারী) দুপুর ১টায় চিরিরবন্দর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনে অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) নওখৈর বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এর আদলে একটি শহীদ মিনার নির্মানের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় বিদ্যালয়ের সভাপতি রেজাউল ইসলাম নয়ন ও তার লোকজন সেই কাজে বাধা দেয়। এ সময় দপ্তরী কাম প্রহরী আবু সৈয়দের সাথে সভাপতির কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সভাপতিসহ তার সাথে থাকা লোকজন শাহিনকে এলোপাথাড়ি মারপিট করে এতে শাহিনের বিভিন্ন স্থানে জখম হয়। এ ঘটনায় আহত দপ্তরী সভাপতির বিরুদ্ধে চিরিরবন্দর থানায় একটি অভিযোগ দাখিল করেন। মানববন্ধনে দপ্তরী কাম প্রহরী আবু সৈয়দ শাহীনকে মারধর ও শাহিনের বাবা একজন বীর মুক্তিযোদ্ধা তাকে অপমানকারী ঐ সভাপতির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। পরে শাহিন ও উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরীরা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমজিএম সারোয়ার হোসেনের হাতে স্মারকলিপি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com