শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন

চিরিরবন্দরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি::

দিনাজপুরের চিরিরবন্দরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে চিরিরবন্দর প্রত্যয় ছাত্র সংগঠন।

আজ মঙ্গলবার (১৫ জানুয়ারী) বেলা ১১টায় চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী চিরিরবন্দর প্রতিবন্ধী ও অটিষ্টিক পুনর্বাসন বিদ্যালয়ের ৮৫ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় এনজিও সাসটেইন এর পরিচালক ইঞ্জিনিয়ার শফিক উপজেলা আওয়ামী ওলামালীগের সভাপতি ও নান্দেড়াই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একরামুল হক, প্রধান শিক্ষক মঞ্জুয়ারা প্রত্যয় ছাত্র সংগঠনের সভাপতি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স শাখার শেষ বর্ষের ছাত্র মেহেদী হাসান প্রচার সম্পাদক ও চিরিরবন্দর সরকারি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র হাসান মুকুল উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com